জকিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আহমদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশিত হয়েছে : ৯:০৫:৫২,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০২৩ | সংবাদটি ৪৭৭ বার পঠিত
জকিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আহমদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের সালেহপুর গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আহমদ (৮৮) সিলেট নগরের আরামবাগের বাসায় রোববার বিকেল ৩ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিয়ুন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন
মরহুমের জানাযা সোমবার বেলা দুইটার সময় সালেহপুর আট মহল্লা শাহী ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এর আগে থানা পুলিশ ও বিজিবির পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. ফয়সাল, বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, পুলিশ ও বিজিবির কর্মকর্তাবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।