জকিগঞ্জে উদ্দীপ্ত তরুণ সংঘের সাধারণ সম্পাদকের প্রবাস যাত্রা উপলক্ষে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১১:৫০:৫১,অপরাহ্ন ২০ অক্টোবর ২০২৩ | সংবাদটি ৩৪ বার পঠিত

জকিগঞ্জে উদ্দীপ্ত তরুণ সংঘের সাধারণ সম্পাদকের প্রবাস যাত্রা উপলক্ষে সংবর্ধন
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের উদ্দীপ্ত তরুণ সংঘের সাধারণ সম্পাদক হাফেজ জাবের আহমদের কাতার যাত্রা উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জকিগঞ্জ বাজারস্থ
সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি শাকিল আহমদ। সদস্য লায়েছ আহমদের পরিচালনায়
শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সংঘের সহ -সমাজ সেবা সম্পাদক অলিউর রহমান। স্বাগত বক্তব্য দেন সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রাদ্বি। প্রধান অতিথির বক্তব্য দেন সংঘের উপদেষ্টা কবি এম এ ফাত্তাহ, বিশেষ অতিথির বক্তব্য দেন সংঘের উপদেষ্টা সাংবাদিক এনামুল হক মুন্না, সংঘের উপদেষ্টা, পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং সংবর্ধিত অতিথি হাফেজ জাবের আহমদ।
বক্তব্য দেন উদ্দীপ্ত তরুন সংঘের সাংগঠনিক সম্পাদক আবিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম শাওন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক জাকির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানজিল ইসলাম আব্দুল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক শামিম আহমদ, বনায়ন সম্পাদক জয়নাল আহমদ, আবুবক্কর, সদস্য সুলতান রাফি, নাছির উদ্দিন প্রমূখ
স্মারক পাঠ করেন শিক্ষা বিষয়ক সম্পাদক কামরান আহমদ।
সব শেষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়ার মাধ্যমে সংবর্ধনা সমাপ্ত হয়।