রক্তদানের সঙ্গে প্রাণ রক্ষার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত, পরিচিতি সভায় ভাইস চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১২:২৬:১১,অপরাহ্ন ২২ অক্টোবর ২০২৩ | সংবাদটি ২৫ বার পঠিত
রক্তদানের সঙ্গে প্রাণ রক্ষার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত, পরিচিতি সভায় ভাইস চেয়ারম্যান
সুরমা ব্লাড ফাউন্ডেশন জকিগঞ্জ’র পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। ২১ অক্টোবর শনিবার বিকােলে ফারহানা এন্ড আয়শা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মাজহারুল ইসলাম চৌধুরী ও মোফাজ্জল হোসেন’র যৌথ পরিচালনায় এবং জিল্লুর রহমান, আরিফ আহম ও জাহিদ হাসান মিলন’র ব্যবস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মোঃ ইমাদ উদ্দিন চৌধুরী, নাতে রাসূল সাঃ পরিবেশন করেন রিয়াদুর রহমান চৌধুরী। হাছিব তাপাদারের শুভেচছা বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমান, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান আহমদ , তালামীযে ইসলামিয়া ইছামতি কামিল মাদ্রাসা শাখার সভাপতি আহমদ হুসাইন আইমান, এম সি কলেজ ছাত্রলীগের জুবায়ের আহমদ, ব্যাবসায়ী হাফিজ খায়রুল আবিদ সহ সুরমা ব্লাড ফাউন্ডেশনের সদস্য বৃন্দ শিব্বির আহমদ, জামিল আহমদ , এম এ মহসিন, মুহিন আহমদ, পারবেজ আহমদ, ইমদাদুর রহমান চৌঃ, মিজানুর রহমান মিলন, আব্দুল হামিদ, শিহাব আহমদ, জাকারিয়া আহমদ, এস টি সবুর, হাফিজ শাকির আহমদ, আহমদ আল মাহফুজ, সাইফ আহমদ, জাহিদ হাসান মিলন, সাব্বির আহমদ, হারুন রশীদ, হাবিব আহমদ, অলিউর রহমান, আল আমিন আহমদ , হুসাইন আহমদ, জাবরুল হক রাজিব, রাশেদ আহমদ, সাব্বির আহমদ, আসরারুল হক সাফওয়ান,সাইফ উদ্দিন, মাহিন আহমদ, রাশেদ আহমদ, নাইম উদ্দিন, তানবির আহমদ রিপন, আবু তাহের সিদ্দিকী, আবুল কাশেম, ইমন আহমদ, ফয়সল আহমদ, আজাদ হুসাইন, সিহাব আহমেদ, ফয়েজ আহমদ তাপাদার, কামরুল তালুকদার, শাহ জাহান, হাফিজ খায়রুল আবিদ্, হাফিজ আবদুল ওয়াহিদ, সাব্বির আহমদ, নুরুল ইসলাম, ফাহিম আহমদ, রেদওয়ান আহমদ, জাহেদ, আদনান আহমদ ,আজাদ হোসেন, সিহাব আহমদ, আব্দুস শহিদ, রেজাউল হক,নাহিদ আহমদ, আবিদ আহমদ, আব্দুর রহমান কুটিল, তানবির আহমদ , জাহিদ আহমদ, তানিম আহমদ, নাবিল চৌধুরী , মেহদি হাসান , আব্দুল হামিদ, সুজেল আহমদ, মনসুর আহমদ সাব্বির আহমদ, সাজিম আহমদ , নিল নয়ন, মুহিন আহমদ, মোঃএমাদ উদ্দিন চৌধুরী, নয়ন মোহন, রাসেল আহমদ, নোমান আহমদ, কামরান হোসেন সহ প্রমুখ।