- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- জকিগঞ্জে দোয়া, ভোট ও সহযোগিতা চাইলেন বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ
জকিগঞ্জে দোয়া, ভোট ও সহযোগিতা চাইলেন বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ
প্রকাশিত হয়েছে : ৮:৫১:২৮,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০২৩ | সংবাদটি ৬৬ বার পঠিত
জকিগঞ্জে দোয়া, ভোট ও সহযোগিতা চাইলেন বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ কানাইঘাট আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গুরুসদয় স্কুল এন্ড কলেজ ও বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ শনিবার বেলা ১১ টার দিকে জকিগঞ্জের শাহগলী পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতা কর্মীরা। পরে বিরাট মোটরশোভাযাত্রা সহকারে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন তিনি। এর আগে শাহগলী স্টেশন, শাহবাগ, কালিগঞ্জ, শরীফগঞ্জ, জকিগঞ্জ বাজারে পথসভায় হুডখোলা জিপে দাঁড়িয়ে বক্তব্য দেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। সর্বস্থরের উৎসুক জনতার প্রতি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
পরে সোনারবাংলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। সভায় জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার, মোস্তুফা আহমদ কামান্ডার সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এর পর আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রহ., আল্লামা আব্দুল মন্নান রহ. শিঙ্গাইরকুড়ি, আল্লামা মোহাম্মদ আলী রহ. ও আল্লামা আব্দুল জব্বার রহ. রায়পুরী, আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি রহ.,
আল্লামা শায়খ আব্দুল গনি রহ. জামুরাইলী ছাহেব ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মেয়র মরহুম আনোয়ার হোসেন সানাউল্লাহ’র কবর জিয়ারত করেন। রাত সাড়ে ৭ টার দিকে নিজ জন্মভূমি বীরশ্রীর মাসুমবাজারে মতবিনিময় সভায় অংশ নেন।
প্রতিটি সভায় প্রবীণ এই বরেণ্য রাজনীতিবিদ জকিগঞ্জ কানাইঘাটের উন্নয়নে তাঁকে নির্বাচিত করতে সকলের দোয়া, ভোট ও সহযোগিতা কামনা করেন।