প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভা
প্রকাশিত হয়েছে : ১০:২৮:৫৪,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৩৮ বার পঠিত
সংবাদদাতা: ২১ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে এবং ২৮ জানুয়ারী জকিগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তামিম আহমদ অমি’র নাগরিক সংবর্ধনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের জকিগঞ্জ আগমন উপলক্ষে জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইমরান আহমদের পরিচালনায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগ নেতা নাজিম উদ্দীন। বক্তব্য দেন পৌর ছাত্রলীগ নেতা রেদওয়ান হোসেন রাজু, মৃণাল কান্তি দাস কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম রেজা,হোসেন আহমদ ও সাহাব উদ্দীন প্রমূখ ।