- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- শাবিপ্রবিতে জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশনের সভাপতি মাসরুর ও সম্পাদক মাহবুব
শাবিপ্রবিতে জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশনের সভাপতি মাসরুর ও সম্পাদক মাহবুব
প্রকাশিত হয়েছে : ১২:০৮:১৩,অপরাহ্ন ২২ মার্চ ২০২৪ | সংবাদটি ৬৩ বার পঠিত
শাবিপ্রবিতে জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশনের সভাপতি মাসরুর ও সম্পাদক মাহবুব
জকিগঞ্জ প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জকিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন “জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন অব সাস্ট “। গতকাল, একাডেমিক বিল্ডিং ই এর ৩২৪ নং রুমে অর্গানাইজেশনের ইফতার পার্টি ও ২০২২-২৩ সেশনের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে এক অনুষ্ঠানে ১১ তম কার্যকরী কমিটি ঘোষণা করেন ১০ম কমিটির সভাপতি মো. ওয়াজিউর রহমান চৌধুরী ইয়ামিন।
১০ম কমিটির সাধারণ সম্পাদক আরজু বিন নাসিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার ফয়সাল আহমদ, কৃষি ব্যাংকের কর্মকর্তা আকবর খান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জুবায়েরুল হাসান, মেঘমালার পরিচালক তানভীর আল হাসান, সদ্য সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার, এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার পিডাব্লিউডি, খালেদুর রহমান, উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা মোস্তফা উদ্দিন, ১০ম কমিটির সহ সভাপতি তাওহীদুল ইসলাম চৌধুরী, রুহুল আমিন চৌধুরী প্রমুখ।
পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান মাসরুরকে সভাপতি এবং গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ১১তম কমিটি ঘোষণা করা হয়।
১১তম কমিটিতে দ্বায়িত্ব প্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি: সৌমিক রায় ও সুমাইয়া আক্তার।
যুগ্ন-সাধারণ সম্পাদক : ফাহিমা ইয়াসমিন তান্নী।
সাংগঠনিক সম্পাদক: জুবায়ের আহমেদ মাহীন ও মো: হাবিবুর রহমান মাসরুর।কোষাধ্যক্ষ: ইব্রাহিম সৌরভ।ক্রীড়া সম্পাদক: রাহাত শিপার। সহ-ক্রীড়া সম্পাদক: আরাদ খান।শিক্ষা বিষয়ক সম্পাদক: আহমদ মারজান।সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক: রিপা আক্তার।সাহিত্য বিষয়ক সম্পাদক: মো: নজরুল ইসলাম।সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক: মোঃ জাহেদুর রহমান।তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আবদুল্লাহ আল মালেক।সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মিসবাউর রহমান জাহিদ।সংস্কৃতি বিষয়ক সম্পাদক: গৌরাঙ্গ দাস।সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আব্দুল ওয়াহিদ হাসান।আপ্যায়ন বিষয়ক সম্পাদক: সালাউদ্দিন মারুফ।সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক: সজ্ঞীব দাস।প্রচার সম্পাদক: নুরে আলম সিদ্দিকী।সহ-প্রচার সম্পাদক: মহিউদ্দিন।দপ্তর সম্পাদক: তৌফিক চৌঃ।সহ-দপ্তর সম্পাদক: মনসুর আহমেদ।কার্যকরী সদস্য: সাঈদ আলী মর্তুজা।কার্যকরী সদস্য: তাসমি চৌঃ।কার্যকরী সদস্য: মোঃ নাসিম।এছাড়াও ১১ তম কমিটিতে সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন,আরফা খাতুন লুৎফা,আবদুল্লাহ আনান খান, জসীম লস্কর এবং সাদমান সাকিব।