জকিগঞ্জে স্কলার্স কোচিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১২:৫৭:২৭,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১৩৪৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌরশহরের পুরাতন সাব রেজিষ্টার অফিস সংলগ্ন স্কলার্স কোচিং সেন্টারে পড়ুয়া ২০১৬সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোচিং সেন্টারের পরিচালক মো: আনোয়ার হোসেন। শিক্ষার্থী সাহিদা জান্নাত সীমার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না। বক্তব্য দেন কোচিং সেন্টারের শিক্ষক মোস্তাক আহমদ, শিক্ষার্থী শিউলি রায়, আরফা খাতুন লুৎফা, ইয়াছমিন আক্তার, তামান্না আক্তার প্রমূখ। উপস্থিত ছিলেন সংবাদপত্র এজেন্ট ও জকিগঞ্জ বার্তার ফটো সাংবাদিক মো: শাফি, শিক্ষার্থী কাউছার আহমদ, লাকি আক্তার, ফারহানা আক্তার, সুহাদা আক্তার লিপি, নাজমিন আক্তার, আকলিমা আক্তার লাকি, রিয়া আক্তার, রেহিমা বেগম, লিমা আক্তার। অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্যে ছিল বক্তৃতা, মানপত্র প্রদান, গান ও সব শেষে মধ্যাহৃভোজ।