জকিগঞ্জে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণের’ প্রথম ধাপ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩:২৮:৩৫,অপরাহ্ন ১২ মার্চ ২০২৪ | সংবাদটি ৭৯ বার পঠিত
জকিগঞ্জে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণের’ প্রথম ধাপ সম্পন্ন।
হেল্পফুল ফাউন্ডেশন জকিগঞ্জ’র উদ্যোগে প্রতিছরের ন্যায় এবছরও মাহে রামাদ্বানকে সামনে রেখে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও গরীব পরিবার এবং গরীব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণের’ প্রথম ধাপ সম্পন্ন।
হেল্পফুল ফাউন্ডেশন জকিগঞ্জ এর ফাউন্ডার হাছিব তাপাদারের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আরিফ আহমদ ও মাজহারুল ইসলামের এর যৌথ পরিচালনায় প্রতিষ্ঠাতা সদস্য মোফাজ্জল আহমদের ব্যবস্থাপনায় কসকনকপুর, মানিকপুর ও কাজলসার ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধির হাতে দুই শতাধিক কোরআন শরীফ তুলে দেওয়া হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি দারুলউলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল বাছিত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, বেগম রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোয়াজ্জেম ইসলাম, সাংবাদিক এনামুল হক মুন্না, মাওলানা এনামুল হক, ইছামতি দারুল-উলুম কামিল মাদ্রাসা শাখা তালামীযের সভাপতি আহমদ হুসাইন আইমান , মানিকপুর ইউনিয়ন শাখা তালামীযের সভাপতি হাফিজ মাহফুজ রহমান, সালিম আহমদ খান, জিল্লুর রহমান, ময়ফুল আলম মাফি, হাসান আহমদ , মোহাম্মদ রিফাত আহমদ প্রমুখ।
হেল্পফুল ফাউন্ডেশন’র ফাউন্ডার আব্দুল হাছিব তাপাদার বলেন যারা প্রতি বছর আমাদের শুরু থেকে সহযোগিতা করেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আল্লাহ পাক আপনাদের দান ও আমাদের পরিশ্রমকে কবুল করুন।