জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে হুছামুদ্দীন চৌধুরী এমপির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ৬:০৮:২০,অপরাহ্ন ১৬ মার্চ ২০২৪ | সংবাদটি ৮৮ বার পঠিত
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে হুছামুদ্দীন চৌধুরী এমপির মতবিনিময়
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। শুক্রবার তিনি মসজিদে জুমার নামাজের ইমামতি করেন। এর আগে মুসল্লিদের উদ্দেশ্যে মাহে রামাদ্বানের তাৎপর্য বিষয়ে বয়ান রাখেন। নামাজের পর মসজিদ কমিটি ও মুসল্লিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুস শাকুর চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,) মো. জাবেদ মাসুদ ও রাজনীতিক আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান প্রমূখ। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে মসজিদ কমিটির পক্ষ থেকে সম্মাননা (মানপত্র) প্রদান করা হয়। তিনি বক্তব্যে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবনের কাজে ৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী নির্মাণাধীন মসজিদের কাজ পরিদর্শন করেন। এছাড়া জকিগঞ্জ বাজার মনিটরিং, জরাজীর্ণ সবজি মার্কেট, জকিগঞ্জ বাজারের পার্শ্ববর্তী কুশিয়ারা নদীর ভাঙন, জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যলয়ের খেলার মাঠ ও কাস্টমঘাট পরিদর্শন করে সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।