রক্ত দিয়েছে ওরা
প্রকাশিত হয়েছে : ১১:১০:৪৮,অপরাহ্ন ০৬ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১৭২৫ বার পঠিত
একদিন রক্ত দিয়েছে ওরা একুশে মিলে মাতৃভাষার তরে,
সেই রক্তের মান মোরা রাখবো ধরে যতদিন পৃথিবী রবে।
একদিন ঘুমিয়ে ছিলো ওরা একুশে যারা ওরা মোদের প্রিয়জন,
ওদের প্রাণের বিনিময়ে আজ মা ডাকা মধুর সুরে।
একদিন বাংলার আকাশে ছিলো কষ্ট জমা রঞ্জিত ছিলো ভূমি,
সে-দিন একুশের দিন কান্না ছিলো বাংলা মায়ের ঘরে।
একদিন শিশুর মুখের বুলি রাখতে ওরা রাজপথে হয়েছে বলি,
মোরা ভুলবনা বাঙালি শহীদের দান শোনে রাখো বিশ্ব ওরে।