খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার বার্ষিক শুরা বৈঠক
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:৩৭,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ৬৯১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর যৌথ উদ্যোগে বার্ষিক শুরা বৈঠক আজ শুক্রবার বিকেলে পৌরশহরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মোশাহিদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা সহ –সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।