নির্বাচনী ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন মাসুক
প্রকাশিত হয়েছে : ৬:৫৫:৩৮,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১১৭৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের সুলতানপুর ইউপির সম্ভাব্য সদস্য প্রার্থী শামীম আহমদের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন দিনমজুর যুবক মাসুক আহমদ (২২)। রোববার বেলা ১১টায় বাবুর বাজারের পশ্চিমে গাছে ব্যনার লাগাতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হন মাসুক। ইউপি সদস্য আব্দুল মন্নান জকিগঞ্জ বার্তাকে বলেন দিনমজুর মাসুক ব্যানার লাগাতে গিয়ে মারা যান । সে খাদিমান গ্রামের আব্দুল মন্নানের পুত্র।