দারুল আযকার মাদ্রাসা এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে ওয়াজ মাহফিল
প্রকাশিত হয়েছে : ৮:১৪:৪০,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১২৭৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের দারুল আযকার মাদ্রাসা এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে বার্ষিক ওয়াজ মাহফিল কাজিরবাড়ি সংলগ্ন খলাকুটা মাঠে সোমবার সকাল ১০টা হতে নাত ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন যথাক্রমে শায়খুল হাদীস আল্লামা মখদ্দস আলী, মাওলানা আব্দুল গনি ও শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুছব্বির আইয়রী, মাওলানা আব্দুস ছাত্তার ছাহেব জাদায়ে মামরখানী র. এ কাজি মোহাম্মদ আবু বকর।
প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন প্রখ্যাত আলেম আল্লামা জুনাইদ আল হাবীব ঢাকা। তিনি বয়ানে বলেন আল্লাহ ও রাসুল (সা:) এর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে ইহকাল ও পরকালীন মুক্তি নিহিত। শান্তি, কল্যাণ আর মুক্তি চাইলে ইসলামকে অনুসরণ করুন। নিজের জীবন ও যৌবনকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর পথে সমর্পণ করলে সকল প্রকার অশান্তি, ফ্যাৎনা-ফাসাদ ও অকল্যাণ থেকে বিরত থাকতে পারবেন। আর পরকালে জান্নাত লাভ করবেন। প্রধান অতিথির বয়ান পেশ করেন জামিয়া ইসলামিয়া কাজীর বাজার মাদ্রাসার প্রিন্সিপাল হযরত আল্লামা হাবীবুর রহমান।
বয়ান পেশ করেন হযরত মাওলানা আব্দুর রহীম আল মাদানী, হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া, হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকীম (লন্ডন প্রবাসী), হযরত মাওলানা মুফতি আবুল হাসান। মাহফিল উদ্বোধন করেন দারুল আযকার ট্রাস্ট’র চেয়ারম্যান ও ইমাম স্টেশনী জামে মসজিদ ইউকে। সমগ্র মাহফিল পরিচালনা করেন দারুল আযকার মাদ্রাসা এন্ড কালচারাল সেন্টারের মুহতামিম মাওলানা আব্দুর রহীম ছাহেব জাদায়ে মামরখানী র.।
বয়ানে দারুল আযকারের ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন আধুনিক-ইসলামী শিক্ষার অনন্য সমন্বয়ের মাধ্যমে যোগ্য ও দক্ষ শিক্ষার্থী গড়ে তুলতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠান। আলোচকরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুস ছুবহান র. এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।