জকিগঞ্জের প্রাণবন্ত বই মেলায় কবিতা, গান, নৃত্য ও বক্তৃতা
প্রকাশিত হয়েছে : ৪:১২:৪২,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৬ | সংবাদটি ১০৫২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: অন্যান্যবারের চেয়ে এবার জকিগঞ্জের বই মেলা অনেকটা জমে উঠেছে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ১৪টি স্টল নিয়ে ২১শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয় বই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত রয়েছে। যদিও স্টল গুলোতে খ্যাতিমান লেখকদের বই তুলনামূলক কম। তবে জকিগঞ্জের চার লেখকের চারটি বই মেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে। কবি আব্দুল ফাত্তাহর ‘সৃষ্টির জয়োল্লাসে নিজেকে রাঙ্গাই’ কবি মিছবাহ আজাদের ‘সবুজ জলের ঢেউ’ কবি সিদ্দিক আহমদের ‘চাদের শহর’ আর সৈয়দ আসলাম হোসেনের ‘রান্ধা ভুলে কষ্ট’।
প্রাণবন্ত মেলায় সন্ধ্যার পর শুরু হয় উন্মুক্ত মঞ্চে স্ব-রচিত কবিতা পাঠ, দেশাত্মবোধক গান, নৃত্য ও বক্তৃতা। জা্মান ডেন্টমাস্টারের পরিচালিত ডেন্সগ্রুপের শিশু শিল্পীদের মনোমুগ্ধকর ডেন্স সকলকে বিমোহীত করে। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও সংগঠক মুহাম্মদ উল্লাহ বুলবুল এবং এম কে আই ডালিমের উপস্থাপনায় বক্তব্য দেন বিশিষ্টজনেরা। আর মঞ্চে স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন কবি মিছবাহ আজাদ, সবুজ জলের ঢেউ থেকে কবিতা আবৃত্তি করেন অনিন্দ্য আনিস, ডা. হাবিবুল্লাহ মিছবাহ, আবুল কালাম আজাদ, ইয়াহইয়া আহমদ চৌধুরী ও রুহুল আমিন ছালিক প্রমূখ।