অস্ট্রেলিয়াকে ১৫৭ রানের টার্গেট বাংলাদেশের
প্রকাশিত হয়েছে : ৯:৫৪:৫৫,অপরাহ্ন ২১ মার্চ ২০১৬ | সংবাদটি ৬৮০ বার পঠিত
টি২০ বিশ্বকাপের সুপার টেনের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে তামিম ইকবালকে ছাড়াই খেলতে নামেন মাশরাফি-সাকিবরা। টস নামক ভাগ্য পরীক্ষায় হেরে প্রথমে ব্যাট করতে হয় টাইগারদের। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ১৫৭ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে মাশরাফি বাহিনী।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই বাংলাদেশ শিবির পায় দুঃসংবাদ, একাদশের বাইরে থাকছেন দলের সেরা ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে নামেন মোহাম্মদ মিঠুন। পরিবর্তিত সেই ওপেনিং জুটিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২ রানের মাথায় সাজঘরে ফেরেন সৌম্য (১)। শেন ওয়াটসনের বলে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ তুলে দেন তিনি। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এই চাপ সামলে ওঠার ইঙ্গিত দিয়েছিল সাব্বির রহমান ও মিঠনের মধ্যকার দ্বিতীয় জুটি। কিন্তু এই জুটি দলের স্কোরশিটে ২৩ রান যোগ করতেই ফের বাংলাদেশ শিবিরে আঘাত করেন ওয়াটসন। ডাউন দ্য উইকেটে খেলতে যাওয়া সাব্বিরকে জেমস ফকনারের দুর্দান্ত এক ক্যাচে আউট করেন অসি এই অলরাউন্ডার। ১৭ বলে দুটি চারে ১২ রান করেন সাব্বির।
ওপেনিংয়ে তামিমের অভাবটা পুষিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন মিঠুন! কিন্তু তার ইনিংসটি থেমে যায় ২২ বলে একটি করে চার ছক্কায় ২৩ রানে। অ্যাডাম জাম্পার বলে ওয়াটসনের হাতে ক্যাচ তুলে দিলেন মিঠুন। শুভাগত হোমও ক্রিজে বেশিক্ষণ থাকতে পারলেন না। জাম্পার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ১৩ রানে সাজঘরে ফেরেন শুভাগত।
ব্যাট হাতে ভালোই খেলছিলেন সাকিব আল হাসান। তার ব্যাটে ভর করে বাংলাদেশের স্কোরশিট সমৃদ্ধ হচ্ছিল। দলের শতরান পূর্ণ করে বিদায় নেন তিনিও। ২৫ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩৩ রান করে জাম্পার বলে আউট হন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
মাত্র ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৯ বলে ৭টি চার একটি ছক্কায় ৪৯ রানের অপরাজিত ছিলেন তিনি। ব্যক্তিগতভাবে ফিফটি করতে না পারলেও মুশফিকুর রহিমের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে রানের ফিফটি করেন মাহমুদউল্লাহ। এই জুটিতে দল সংগ্রহ করেছে ৫১*। মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন ১১ বলে দুটি চারে ১৫ রান করে।
৪ ওভারে ২৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার অ্যাডাম জাম্পা। বাকি উইকেট দুটি দখলে নেন শেন ওয়াটসন। ৪ ওভারে তিনি খরচ করেছেন ৩১ রান।
প্রসঙ্গত, দু’দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। অস্ট্রেলিয়া ৮ রানে পরাজয় বরণ করে নিউজিল্যান্ডের কাছে। কিউইদের ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া অলআউট হয় ১৩৪ রানে। আর বাংলাদেশ হেরে যায় পাকিস্তানের কাছে ৫৫ রানে। শহীদ আফ্রিদির দলের ছুড়ে দেয়া ২০১ রানের টার্গেটে বাংলাদেশের ইনিংস থামে ১৪৬ রানে।
বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান রুম্মান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, সাকলাইন সজিব, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার একাদশ: শেন ওয়াটসন, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল, নাথান কালটার নেইল, অ্যাডাম জাম্পা ও জন হ্যাস্টিংস।