জকিগঞ্জ পৌর ছাএদলের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান জিসানের বিদেশ যাত্রা উপলক্ষ্যে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২:০৫:০৬,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৬ | সংবাদটি ৬৮১ বার পঠিত
জকিগঞ্জ পৌর ছাএদলের যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান জিসানের বিদেশ গমন উপলক্ষে জকিগঞ্জ পৌর ও কলেজ ছাএদলের পক্ষ থেকে তাৎক্ষনিক সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার দুপুর ১টায় সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
কলেজ ছাএনেতা জাহেদুর রহমান ও হাসান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সরকারি কলেজ ছাএদলের সভাপতি ও পৌর ছাএদলের যুগ্ম আহবায়ক মোঃআব্দুর রউফ, সাবেক সিনিয়র ছাএদল নেতা নুরুল আমিন সাহান, যুগ্ম আহবায়ক কুতবুল আলম রাজু,যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান জিসান, পৌর সদস্য জবরুল হোসেন ইমন,আশরাফ আহমদ,উজ্জল আহমদ, কলেজ ছাএদল নেতা মাসুদ ই কিবরিয়া,ফজলে রাব্বি সাদিক,ফয়ছল আহমদ,জুনেদ আহমদ,মাহবুবআহমদ,আব্দুল্লাহ, মুক্তার আহমদ,কামিল আহমদ,খালেদ আহমদ,আলি আহমদ,সুমন আহমদ,তামিম আহমদ পমূখ। বিজ্ঞপ্তি