শাহবাগ প্রবাসী ট্রাষ্ট এর উদ্যোগে দরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:২১:২৬,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৬ | সংবাদটি ১০৯১ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্ট: জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ প্রবাসী ট্রাষ্ট এর উদ্যোগে দরিদ্রদের মাঝে নগদ অর্থ প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠান গতকাল বুধবার দুপুর দুই ঘটিকার সময় শাহবাগ ঘাটের বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম বারের মত ২৫০ জন দরিদ্রকে নগদ ৫০০ টাকা করে বিতরন করে সংগঠনটি।
এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুর রহমান আমির এর সভাপতিত্বে তরুন ছাত্রনেতা রাশেল আহমদের সঞ্চালনায় জাফর হোসেন এর কেরাত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে ট্রাষ্টের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন ট্রাষ্টের উদ্যোক্তা লন্ডন প্রবাসী দেলওয়ার হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা ইদ্রিস আহমদ লক্ষী পুরী।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বারহালের গর্ব কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুল হক চৌধুরী (ভি.পি)মাহবুব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,হাজী সিদ্দিকুর রহমান শিক্ষা ট্রাষ্টের চেয়ারম্যান বারহাল ইউনিয়ন বিএনপি থেকে চেয়ারম্যান পদপ্রার্থী বুরহান উদ্দিন রনি।
উপস্থিত ছিলেন, ট্রাষ্টের
আরও উপস্থিত ছিলেন, আনোয়ার শাহ, আফজল হোসেন, মাওঃ কমর উদ্দিন, মাস্টার আব্দুস ছবুর, ছানাউল করিম।