৫নং জকিগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলতাকে প্রার্থী ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৯:৪২:৪৪,অপরাহ্ন ২৯ মার্চ ২০১৬ | সংবাদটি ১৬৩৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আতাউর রহমান আলতাকে ৫নং জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা্ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মুছলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হাজী আব্দুস শুকুর বাবুল, মহরম উদ্দিন ময়না মিয়া, হাজী আতাউর রহমান আতাই, হাজী শওকত আলী, আব্দুল হান্নান হানু, আলাউদ্দিন টেকই, হাজী ফয়জুর রহমান ফরই, মখন মিয়া, আব্দুস ছালাম, আজাদ মিয়া, শফিকুর রহমা শফিক, মাসুক উদ্দিন, মুতিউর রহমান মতি, আব্দুল কাইয়ুম, আব্দুল জলিল জলি, আব্দুর নূর, আব্দুস ছালাম, তমু মিয়া ও চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান আলতা প্রমূখ।
সভায় বাখরশাল, সরিষা গ্রামের (৫নং ওয়ার্ড) মুরব্বী ও যুব সমাজ দল মত নির্বিশেষে চেয়ারম্যান পদে আতাউর রহমান আলতাকে একক প্রার্থী ঘোষণা করে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।