একই পরিবারে ৩জন মৃত্যুর ঘটনায় আত্মীয়ের ফেসবুক স্ট্যাটাস, কি নিষ্পাপ একটা মুখ
প্রকাশিত হয়েছে : ৭:১৪:৪৫,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৯১০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের বারহালের নিজগ্রামের একই পরিবারের ৩জন সড়ক দূর্ঘটনায় মৃত্যুতে ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন তাদের এক আত্মীয়। জকিগঞ্জ বার্তার পাঠকদের জন্য নিম্নে হুবহু তুলে ধরা হলো।
৩ ভাই একটি বোন আদরের দাদু, মা ,বাবা আর খালা মনি কে নিয়ে ছুট্ট সংসার।
হাসি, খুশি, দুষ্টুমির আর ভাইদের সাথে মারামারি এর মধ্য দিয়ে কেটে যেত যার দিন। পরিবারের মধ্য মনি বাবার বড় আদররে সন্তান এইতো বছর দুএক আগের কথা হাজ্জ শেষে যখন দেশে ফিরছি বাবা একটি বড় ব্যাগ নিয়ে হাজির আমাদের বাসায় ভাই এত বড় কি এটা? না সামান্য কিছু জুতা, ক্রিম আর লোসন আমার রিফাত এর জন্য, ৩ ভাই সমান জুতা না হলে যে হবেই না তাই তো কতো কষ্ট করে সেই ৮০ কি:মি দুর থেকে হাজির আদরের সন্তান কে খুশি করার জন্য।কিন্তু কে জানে বিধাতা যে এই আদরটা তার কপালে বেশি দিন রাখবেন না নিয়ে যাবেন তার কাছে যেখান থেকে দেয়ার সুযোগ নেই কিছু।
প্রিয় দাদু। স্কুল থেকে এসেই দাদুকে চাই সুজা দাদুর ঘরে দাদুর যে অর্ধক কলিজা নাতি গুলাই। আমার এখনও মনে আছে ছোটকালে একদিন রিফাত টয়লেট করেছিল আর তার দাদু সেটা পরিষ্কার করতেছিলেন আমি বল্লাম খালা (তার দাদু) তুমার কি ঘিন্না হয় না? উত্তরে এটা তো সোনা!
সেই প্রিয় দাদু কেও ছুট্ট কালে হারাবে হয়তো সে কল্পনাও কখনও করেনি।
কিন্ত এই যে ভাগ্য যার উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা নেই কারো !
খুকুমণি! তুমি না খাইয়ে দিলে ভাত কাব না ! এ কেমন বায়না ? তোর আম্মু খাইয়ে দিবে যা, না তোমার হাতে খাবো।টিক আছে দুষ্টুমি করতে পারবে না আচ্চা !
এভাবেই চলছিল দিন।
কিন্তু নিষ্টুর বাস্তবতা কেড়ে নিল সব !
বঞ্চিত করল সব আদর ভালোবাসা থেকে এখানেই ক্ষান্ত হয়নি নিষ্টুরতা কেড়ে নিতে চায় এই নিষ্পাপ জিবনটাও।
ছুট্ট মানুষ হয়ত অনেকটা আনন্দ আর খুশি মনে মা, বাবা,দাদু,খালা,ছুট্ট একটা বোন এর সাথে বের হয়ছিল গন্তব্য মায়ের নানার জানাযায় তাদের বাড়ি।হে সব কিছু শেষ এবার বাসায় যাওয়া চাই কেননা যতো দ্রুত বাসায় যাব স্কুলে তাকার জন্য ভাই দুটা আসেনি তাদের বলতে হবে তো আজকের সবকিছু ! মনের গভীরে হয়তো এমন চিন্তাই ঘুরপাক খাচ্ছিল। তাইতো প্রশ্ন
আম্মু বাসা আর কতো দুর? এইতো আর একটু সময় চলে আসছি ! হঠাৎ একটা টুসসস শব্দ ! কিছু বোঝে উঠার আগেই নিমিষই হারিয়ে ফেল্ল সব ভালোবাসার আশ্রয় স্তল, চলে গেলেন বাবা,দাদু আর আদরের খালামনি তাদের আসল ঠিকানায় , যাওয়া হল না আর বাসায় অজ্ঞান অবস্তায় ঠিকানা হল হাসপাতালের ICU তে মৃত্যুর সাথে যুদ্ধ করতে।হয়ত সৃষ্টিকর্তার অপার দয়ায় সুস্ত হয়ে আবার ফিরে আসবে আমাদের মাঝে এটাই আমার বিশ্বাস।
বিঃদ্র – দুদিন আগে একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনার শিকার হন আমার খালার পরিবার প্রাণ হারান ৩ জন।
ছোট এই বাগ্না এখনও হসপিটালে icu তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে আবারও সুস্ত জিবনে ফিরে আনেন।