প্রচন্ড ঝড়-শিলা বৃষ্টিতে কাচা ঘর বিধ্বস্থ, সড়ক বন্ধ, দূর্ভোগে হাজারো মানুষ
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:২৬,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১০৫১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জকিগঞ্জে প্রচন্ড ঘুর্ণিঝড় ও শিলা বৃষ্টি হয়। প্রচন্ড ঘুর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে অসংখ্য কাচা ঘর পড়ে যায় এবং গাছ পালা ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া জকিগঞ্জ-শেওলা-সিলেট সড়কে গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দূর্ভোগে পড়েছেন শত শত মানুষ। বিদ্যুৎহীন পুরো উপজেলা অন্ধকারে থাকায় এক ভূতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে। বেশ কয়েকদিন থেকে জকিগঞ্জে অতিবৃষ্টি, শিলা বৃষ্টি আর ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। এ জন্য চরম মানবেতর জীবন যাপন করছেন ক্ষতিগ্রস্থরা।