শাহবাগ জামিয়ায় খতমে বুখারী, ফ্রি চক্ষু শিবির, টিউবওয়েল বিতরণ
প্রকাশিত হয়েছে : ৪:১৮:৫৩,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১১৮৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসার বার্ষিক খতমে বুখারী মাহফিল ও আল খায়ের ফাউন্ডেশন ইউকের অর্থায়নে ৩০টি টিউবওয়েল গরীব অসহায় মানুষের মধ্যে বিতরণ ও ফ্রি চক্ষু শিবির বুধবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রায় এক হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ওষুধ বিতরণ ও চোখের ছানি অপারেশন করা হয়।
জামিয়ার সু পরিসর মসজিদ প্রাঙ্গনে খতমে বুখারী মাহফিলে সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম লন্ডন প্রবাসী ক্বারী মাওলানা আব্দুল হাফিজ। শিক্ষক মাওলানা রায়হান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য দারুল উলুম মাদ্রাসার শায়খুল হাদিস, বিশ্ববরেণ্য আলেম আল্লামা শায়েখ বিলাল বাওয়া।
অনুষ্ঠান গুলোতে বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, মুন্সীবা্জার মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দস আলী, সিলেটের দরগাহ মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া, শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস, আল্লামা আব্দুল মুছব্বির আইয়রী, আল্লামা আলিম উদ্দিন দূর্লভপুরী, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, আল্লামা মুফতি মুজিবুর রহমান, ইক্বরা টিভির ভাষ্যকার, লন্ডন প্রবাসী মাওলানা আব্দুল মুন্তাকিম, মাওলানা ইউসুফ খাদিমানী, মাওলানা ফখরুল ইসলাম, জামেয়ার শায়খুল হাদিস হাফিজ মাওলানা আব্দুল ওয়াদুদ, ভাইস প্রিন্সিপাল মুফতি মাসউদ আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, সমাজসেবা কর্মকর্তা দেবব্রত দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম প্রমূখ।
বিপুল সংখ্যক ছাত্র-শিক্ষক ও মুসল্লিদের উপস্থিতিতে বোখারী খতমের সবক দেন ও মোনাজাত করেন আল্লামা বিলাল বাওয়া।