শায়খ আব্দুল গণি র. শুণ্যস্থান কখনও পূরণ হবার নয়, হুইপ সেলিম উদ্দিন এমপি
প্রকাশিত হয়েছে : ৫:২৪:৩৫,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৬৮১ বার পঠিত
মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেছেন , আল্লামা শায়খ মোঃ আব্দুল গণী (রহ.)’র সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিলো। তিনি ছিলেন একজন মহান ব্যক্তিত্ব ও উলামা জগতের উজ্জ্বল নক্ষত্র। বাতিল শক্তির বিরুদ্ধে কথা বলার মতো যে সাহস ও যোগ্যতা তাঁর মাঝে ছিল যা সর্ব মহলে প্রশংসনীয়। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রাজ্ঞ প্রতিযশা আলেমে দ্বীনকে হারালো। তাঁর শূণ্যস্থান কখনও পূরণ হওয়ার নয়।
তিনি গত সোমবার (২৫ এপ্রিল) সন্ধা ৭ ঘটিকার সময় যুক্তরাজ্যের বার্নার হলে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে জকিগঞ্জের কৃতি সন্তান ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া মোহাম্মদিয়া হাড়িকান্দি’র মুহতামীম আল্লামা শায়খ মোঃ আব্দুল গণী (রহ.) স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসোসিয়েশনের চেয়ারম্যান কামাল এমসি রহমানের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী আবুল হোসাইন এবং ট্রেজারার মাওলানা আব্দুল কারীমের যৌথ পরিচালনায় শুরুতে ক্বেরাত পাঠ করেন হাফিয মাওলানা কাজী আব্দুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মাজলিস লন্ডন মহানগরীর সহ সভাপতি ও জামেয়া মুহাম্মাদিয়া হাড়িকান্দি’র নব নিযুক্ত মুহতামীম হাফিয মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল মুনিম চৌধুরী, মাওলানা আব্দুর রব, বদরুল হক চৌধুরী, মোঃ মঈন উদ্দীন, একবাল আহমাদ চৌধুরী, আখতার হোসাইন, দেলওয়ার আহমদ চৌধুরী ও কামাল আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে কামাল এমসি রহমান বলেন, ক্ষনজন্মা এই আলেমেদ্বীন বহুমুখী খেদমতের অধিকারী ছিলেন ।তাহাকে জাতি চিরকাল স্মরণ করবে। আমরা আসলে ভাগ্যবান মহান আল্লাহ তায়ালা জাকিগঞ্জের মাটিকে তার তদীয় রাসুল (সাঃ) এর উত্তরসূরি উলামায়ে কেরামের চারণভূমিতে পরিনত করে ধন্য করেছিলেন। নেয়ামাতের এ ধারা যেন অব্যাহত থাকে মহান আল্লাহর কাছে এ দোওয়া করি।
তিনি স্মরণ সভায় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বজন শ্রদ্ধেয় আল্লামা সলিম উল্লাহ শিতালং শাহ (রাহ.), আল্লামা মামরখানি (রাহ.), হযরত ফুলতলী ছাহেব (রহ.), খাতিব ওবায়দুল হক (রাহ.), আল্লামা রয়পুরী (রহ.), আল্লামা উজিরপুরী (রহ.) ও মরহুম এম এ হক (রাহ.)সহ সকল ওলী আওলিয়া ও মুরব্বিয়ানগণ কে।
স্মরণ সভা শেষে সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শায়খ মোঃ আব্দুল গণী (রহ.) এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জান্নাত নছিবের দোয়া করা হয় । বিজ্ঞপ্তি