জকিগঞ্জে এই প্রথম আরবী ভাষা শিক্ষা কোর্স ৩মে চালু হচ্ছে
প্রকাশিত হয়েছে : ৯:১৭:৫৩,অপরাহ্ন ৩০ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১০০২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:আল মা’হদুল লুগাতুল আরবীয়াহ নামে আরবী ভাষা শিখা, শিখানো ও গবেষণার জন্য একটি প্রতিষ্ঠানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ইন্সটিটিউটের অস্থায়ী ভ্যানু জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় প্রাথমিক কার্যক্রম হিসেবে ৩মাস ব্যাপি আরবী ভাষা প্রশিক্ষণ কোর্স আগামী ৩মে থেকে শুরু হবে। কোর্সের উদ্বোধন করবেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্টপোষক হযরতুল আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। আগ্রহী প্রশিক্ষনার্থীগণকে উদ্বোধনী ক্লাসে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন ইন্সটিটিউটের উদ্যোক্তাগণ।
জানা গেছে, জকিগঞ্জ উপজেলা সদরে এ ধরনের উদ্যোগ এই প্রথম। বৃহৎ পরিসরে আরবী ভাষার খেদমতের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে শুরু হওয়া এই প্রতিষ্ঠানের পৃষ্টপোষকতায় আছেন যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা সৈয়দ ফজলুর রহমান।
অন্যান্য পৃষ্টপোষক হচ্ছেন, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম, দাখিল মাদ্রাসোর শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুস ছবুর, সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান চৌধুরী ও ইছামতি কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল খালিক।
ইন্সটিটিউটের পরিচালকবৃন্দ হচ্ছেন, নবীগঞ্জ দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো: সাহেদ আহমদ, ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা হোসাইন আহমদ তাপাদার, ইছামতি কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মো: আতিকুর রহমান, মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা এমাদ উদ্দিন, মাওলানা ফারুক আহমদ, ইছামতি কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল লতিফ, সোনাপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা কুতবুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আফতাব আহমদ, মাওলানা মুজিবুর রহমান, হাইদ্রাবন্দগ্রামের মাওলানা রুহুল আমিন রিপন প্রমূখ।