লামারগ্রাম মাদ্রাসায় খতমে বুুখারী মাহফিল আজ
প্রকাশিত হয়েছে : ২:৫৫:৪৫,অপরাহ্ন ০১ মে ২০১৬ | সংবাদটি ৬১৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জামেয়া ইসলামিয়া লামারগ্রাম মাদ্রাসার খতমে বুখারী মাহফিল আজ রোববার আছরের নামাজের পর থেকে ছাহেব বাড়ি মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মাদ্রাসার শায়খুল হাদীস ও জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান জকিগঞ্জ বার্তাকে জানান প্রতি বছরের ন্যায় এবারও্ খতমে বুখারী মাহফিল মসজিদে অনুষ্ঠিত হবে। রাত ৯টার দিকে প্রথম মোনাজাত ও ১১টা থেকে সাড়ে ১১টার দিকে দ্বিতীয় মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহফিলে সর্বস্থরের মুসল্লিদের উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি।