দীর্ঘ ২২বছর পর বিল্ডিং নির্মাণ হচ্ছে মহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
প্রকাশিত হয়েছে : ৯:৪০:০৯,অপরাহ্ন ০২ মে ২০১৬ | সংবাদটি ৪৭৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ১৯৯৩সালে ৫৮শতক ভূমিতে প্রতিষ্ঠিত জকিগঞ্জের মহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাশ-বেতের সেই পুরনো জরাজীর্ণ ঘরে এখনও ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা। অবশেষে পিডিইপি ৩ প্রকল্পের অধিনে ৭৪লক্ষ টাকা বিল্ডিং নির্মাণে বরাদ্ধ হয়। এ মাসেই টেন্ডার আহ্বান করা হবে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদ উদ্দিন জকিগঞ্জ বার্তাকে জানান অফিসের ভাঙ্গা চেয়ার-টেবিলে বসে আমাদের কাজ করতে হয়। আলমিরার অভাবে প্রয়োজনীয় নথিপত্র রাখা যাচ্ছে না। শ্রেণী কক্ষে ডেস্ক-বেঞ্চের সংকট রয়েছে। ২৬৯জন শিক্ষার্থীকে চারজন শিক্ষক-শিক্ষিকা পাঠদান করে চলেছেন। গত বছর বিদ্যালয়ের সার্বিক সমস্যা নিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমে পরিবেশিত হয়েছিল।
এত কষ্ট, বঞ্চনার পরও প্রতি বছর প্রাইমারী সমাপনী পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জিত হয়।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রফিজ মিয়া ও সহকারি শিক্ষা অফিসার বিরেন্দ্র দাস জকিগঞ্জ বার্তাকে জানান এ মাসেই টেন্ডার আহ্বান করা হতে পারে। এই বিল্ডিংয়ের সাখে অফিস, শ্রেণীকক্ষের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের সম্মুখে ফুলের বাগান ও শৌচাগার নির্মাণ করে দেবে সংশ্লিষ্ট ঠিকাদার।