এরশাদের সাথে জাপা সমর্থিত জকিগঞ্জের ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার আজ
প্রকাশিত হয়েছে : ১:০৯:৫৬,অপরাহ্ন ০৩ মে ২০১৬ | সংবাদটি ১৩৩২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: তফসিল ঘোষণার আগে খলাছড়া ও সুলতানপুর ইউপিতে প্রার্থী নির্ধারণ করা হলেও বাকি সাত ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আজ মঙ্গলবার সাক্ষাৎকার নেবেন পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। জকিগঞ্জ বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী। তিনি বলেন পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ সাক্ষাৎকার গ্রহণ করা হবে। প্রায় ১৪জন প্রার্থী সাক্ষাৎকারে অংশ নেবেন বলে তিনি জানান। জেলা জাপার সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী জকিগঞ্জ বার্তাকে জানান, খলাছড়ায় আব্দুল হক ও সুলতানপুর ইউপিতে মো: জালাল উদ্দিনকে প্রার্থী চুড়ান্ত করেছেন হুইপ সেলিম উদ্দিন এমপি। বাকি সাতটিতে আজ চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ স্যারের সাথে সাক্ষাৎ শেষে নির্ধারণ করা হবে।