বাংলাদেশে ফেক আইডি বন্ধ করা শুরু করেছে ফেসবুক
প্রকাশিত হয়েছে : ১২:১৬:২৩,অপরাহ্ন ১৬ মে ২০১৬ | সংবাদটি ৭০৩ বার পঠিত
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়াই যে কেউ এই সাইটটি ব্যবহার করতে পারে বলে, অনেক সময় কারো আইডি আসল না নকল সেটা বুঝতে হিমশিম খেতে হয়।
এক একজনের কত বিচিত্র নামের অ্যাকাউন্ট আছে তার কোনো ইয়ত্তা নেই। এসব ফেক আইডি দিয়ে প্রায়ই অনৈতিক কাজ করার খবর পাওয়া যায়। ফেক আইডি থেকে সমানে চলে সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতার কাজ। ফেকআইডির বিষয়গুলো এখন আর মজা করার পর্যায়ে নেই।
তাই ফেক আইডির অ্যাকাউন্ট ফেসবুক কর্তৃপক্ষ আজ ১৫ মে রোববার সন্ধ্যা থেকে বন্ধ করে দেওয়া শুরু করেছে বলে জানা গেছে। ফেসবুক কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের ফেসবুক ফেক আইডি বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
জানা গেছে, ফেসবুকে যেসব অ্যাকাউন্টকে সন্দেহজনক মনে হচ্ছে, সেসব অ্যাকাউন্টধারীদেরকে প্রমাণ দিতে নোটিফিকেশন পাঠাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের বা অন্যান্য পরিচয়পত্রের স্ক্যানিং কপি পাঠাতে বলছে ফেসবুক। উপযুক্ত প্রমাণ না দিতে পারলে সেসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের ব্যবহারকারীরা তাদের ফ্রেন্ডলিস্টে গেলে দেখতে পাবেন যে, ফ্রেন্ডলিস্টে আপনার অনেক বন্ধুর ছবি দেখা যাচ্ছে না। এর কারণ ওই বন্ধুর অ্যাকাউন্টটি ফেক হওয়ায়, ইতিমধ্যে তা বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফ্রেন্ডলিস্টে যেসব বন্ধুর ছবি দেখা যাচ্ছে না, তাদের নামে ক্লিক করলে দেখা যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ একটি বার্তায় জানাচ্ছে যে, ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়েছে।
সংবাদটি পড়া হয়েছে মোট : ১৪০ বার
– See more at: http://www.sylhetview24.com/news/details/ICT/59628#sthash.rWhlFMxQ.34ut1kF7.dpuf