জকিগঞ্জ-সিলেট সড়কে দূর্ঘটনায় আহত ৪০
প্রকাশিত হয়েছে : ৭:০৬:৩৭,অপরাহ্ন ১৬ মে ২০১৬ | সংবাদটি ৬৭২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জে সড়ক দূর্ঘটনায় অন্তত ৪০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সকাল সাড়ে আট টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের নিজগ্রামের গেইটের কাছে সিলেট গামী বিরতীহীন বাস গাড়ি (আলী হোসেন এন্টারপ্রাইজ, নং-৫৬৬) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনার পর পর আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। এ বিষয়টি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ।
সিলেট-জকিগঞ্জ বাস শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মুহিম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান জকিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বিরতীহীন বাস দূর্ঘটনায় পতিত হয়। শুধু মাত্র একজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি আহত অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এমনটাই দাবি করেন তিনি। প্রথমে দূর্ঘটনার কারণ হিসেবে বাসের ইস্টারিংয়ের সমস্যার কথা বলেন। কিছুক্ষণ পর সড়ককে দায়ী করে বলেন সড়ক ভাঙ্গা-চুড়া হওয়াতে এ দূর্ঘটনা।
আহত কোনো যাত্রীর বক্তব্য না পাওয়া গেলেও স্থানীয়রা মনে করেন, অদক্ষ বাস চালক, ফিটনেসবিহীন গাড়ি, সর্বোপরি ভাঙ্গা সড়ককে সড়ক দূর্ঘটনার জন্য দায়ী করেন তারা।