শিক্ষার্থীদের এক মুষ্ঠি চাল দিয়ে জকিগঞ্জে প্রথম মিড ডে মিল চালু
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:৪৭,অপরাহ্ন ১৮ মে ২০১৬ | সংবাদটি ৬২৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের এক মুষ্ঠি চাল দিয়ে মিড ডে মিল চালু করেছে জকিগঞ্জের গদাধর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার মধ্যে প্রথম চালু হওয়া এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যরা। সোমবার দুপুরে বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত হন উপজেলা শিক্ষা অফিসার মো: রফিজ মিয়া, সহকারি শিক্ষা অফিসার বিরেন্দ্র দাস, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না। তাদেরকে মিড ডে মিল এর খা্বার পরিবেশন করেন প্রধান শিক্ষক রাহিমা বেগম, সহকারি শিক্ষক মমতা বেগম, মাওলানা জাহেদ আহমদ।
রাহিমা বেগম জানান, এ বছরের ১৩ফেব্রুয়ারি মিড ডে মিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার গণ। প্রতিদিন প্রতি শিক্ষার্থীরা বাটি দিয়ে আনা চাল একত্রিত করে তা বাজারে বিক্রি করা হয়। পরে সে টাকা দিয়ে ডাল, তেল, পিয়াজ ইত্যাদি কেনা হয়। চাল আনা সেই বাটির মধ্যে রান্না করা খিচুরি বিলিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের। এটাই উপজেলার মধ্যে প্রথম মিড ডে মিল চালু করা হয়েছে। ১৯২৮সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরেন রাহিমা বেগম।