প্যারিসে ইউরোপিয়ান ক্বেরাত প্রতিযোগিতার অডিশন পর্ব
প্রকাশিত হয়েছে : ৬:৪৫:৩০,অপরাহ্ন ২০ মে ২০১৬ | সংবাদটি ৬৭২ বার পঠিত
ফ্রান্সের রাজধানী প্যারিসের শাখশেলে ইউরোপিয়ান ক্বেরাত প্রতিযোগিতার ২০১৬ অডিশন পর্ব সম্পন্ন হয়েছে। বুধবার শাখশেলের ইবিস হোটেলের বলরুমে দিনব্যাপী মাল্টিকালচারাল এসোসিয়েশন ফ্রান্সের উদ্যেগে এ পর্ব উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
৫০ প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন এমসি ইন্সটিটিউট ফ্রান্সের পরিচালক বদরুল ইসলাম। কেরাত প্রতিযোগিতার কো-অর্ডিনেটর মাওলানা ফাহিম বদরুল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাইন ইশতার।
বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব আল কুরআন এন্ড সোশ্যাল সাইন্সের সভাপতি শামীম মেল্লা,
মুফতি হাবিবুর রহমান, নাসির উদ্দিন, আবু তাহির, লুত্ফুর রহমান, ওবায়দ উল্লাহ, ফেরদৌস করিম আখনজি ও ইঞ্জিনিয়ার হাফিজ ওমর। বক্তব্য রাখেন- মুহিবুল্লাহ হেলাল, শাহীন আহমদ, মাশুক আহমদ।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা কারী হুমায়ুন রশিদ নুরি, হাফেজ মাওলানা সেলিম আহমদ, হাফেজ ক্বারী মিন উদ্দিন।
রিপোর্ট: এনায়েত হোসেন সুহেল ফ্রান্স