গণনা শেষে প্রতিটি ভোট কেন্দ্রে ফলাফল দেওয়া হবে, জকিগঞ্জে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১:৫১:৫১,অপরাহ্ন ২৬ মে ২০১৬ | সংবাদটি ৮৯১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ৪জুন জকিগঞ্জের ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্যা ও সদস্যসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।
সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন নিজেই সভা পরিচালনা করেন এবং বিভিন্ন জনের প্রশ্নোত্তর প্রদান করেন। তিনি বক্তব্যে বলেছেন, গুজবে কান দেবেন না। নির্বাচন অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ হবে। তাতে কোনো সন্দেহ নাই। কেউ নির্বাচনী বিধি লঙ্গন করলে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে সিলেটের কিছু উপজেলায় ইউপি নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হয়েছে উল্লেখ করে বলেন, এ নির্বাচন আগামী দিনের জন্য নিদর্শন হয়ে থাকবে। নির্বাচনে দায়্ত্বিরত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, রিটার্ণিং অফিসার, পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন বিধিতে যা উল্লেখ আছে, তাই পালন করে যাবেন। অপরাধী যে-ই হউক তাকে কঠোর হস্তে দমন করা হবে। পুলিশ সুপার নূরে আলম মিনা পিপিএম বলেছেন, প্রতিদ্বন্ধিতা করে ভোটের মাধ্যমে নির্বাচিত হউন। অন্য উপায় চিন্তা করলেই আপনাকে খেসারত দিতে হবে। সহকারি পুলিশ সুপার জ্যোতির্ময় সরকারের বক্তব্যের সুত্র ধরে বলেন, প্রতিটি বাজারে আইন শৃংখলাসহ অন্যান্য বিষয় জনগণকে অবহিত করা হবে। বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী পুরো নির্বাচনী এলাকা সমূহ ঘিরে রাখবে। কেউ অন্যায় করে পালানোর সুযোগ পাবেন না। তাকে শাস্তি পেতেই হবে। ভোট কেন্দ্রে অপ্রীতিকর কাজ করলে, সে হাত গুড়িয়ে দেওয়া হবে। জেলা নির্বাচন অফিসার আজিজুল ইসলাম খাঁন নির্বাচনী বিধি বিষয়ে প্রার্থীদের অবহিত করেন।
বক্তব্য দেন র্যাব ৯ এর এ এসপি আজিজুল সরকার, জেলা আনসার কমান্ড্যান্ট আশীষ কুমার ভট্টাচার্য্য, জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেলের সহকারি পুলিশ সুপার ( এএসপি) জ্যোর্তিময় সরকার।
প্রতিক্রিয়া ব্যক্ত করেন, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী কবির আহমদ, ইউনুছ আলী, বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী হেলাল আহমদ চৌধুরী, অ্যাড. মোস্তাক আহমদ, জাতীয় পার্টি দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ বাহাদুর, গোলাম মোস্তফা মাসুক, সংরক্ষিত সদস্য প্রার্থী জাহানারা বেগম ,আসমা বেগম, সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শিহাব প্রমূখ ।