স্বাস্থ্য, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে সীমান্তিক কাজ করছে, জকিগঞ্জে বার্ষিক সাধারণ সভায় ড. কবির
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৪৬,অপরাহ্ন ২৭ মে ২০১৬ | সংবাদটি ৮৫৩ বার পঠিত
শুক্রবার সকালে জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে সীমান্তিক ভবনের প্রধান কার্যালয়ে সীমান্তিকের ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংগঠনের চেয়ারপার্সন অধ্যক্ষ মোঃ মাজেদ আহমদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সীমান্তিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ড. আহমদ আল কবির আরো বলেন, মানব সেবার মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠার ৩৭ বছর ধরে সীমান্তিক সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। সীমান্তিকের কার্যক্রম দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে। এ কার্যক্রম অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভায় সীমান্তিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব (ভারপ্রাপ্ত) সাজনা সুলতানা হক চৌধুরী, সীমান্তিকের সিলেট শাখা কমিটির সভাপতি আব্দুল আহাদ, সাধারন সম্পাদক শামীম আহমদ, ঢাকা কমিটির সভাপতি ড. আহমদ আল অলি, সীমান্তিকের নির্বাহী পরিচালক কাজী মকসেদুর রহমান, উপ নির্বাহী পরিচালক পারভেজ আলম, উপনির্বাহী পরিচালক কাজী হুমায়ন কবির, পরিচালক অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, প্রকল্প পরিচালক ডা. মো. রুহুল আমীন শিকদার, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, প্রকল্প সমন্বয়কারি রোজওনা আরফিন তান্নি প্রমুখ।