ইউপি নির্বাচন; প্রশাসনের কড়া নিরাপত্তা
প্রকাশিত হয়েছে : ১১:১৫:৫৯,অপরাহ্ন ০৩ জুন ২০১৬ | সংবাদটি ৫৫৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ৯ইউপির ৮৪টি ভোট কেন্দ্রে শনিবার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে আইনশৃংখলা বাহিনী ৯টি ইউনিয়ন নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। ওসি মো: সফিকুর রহমান খান জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণে সংশ্লিষ্ট বাহিনী খুবই তৎপর রয়েছে। প্রতিটি ইউনিয়নে ৯জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। তবে সর্বমোট কতজন ফোর্স নির্বাচনের দায়িত্বে থাকবে তা তিনি নিশ্চিত বলতে পারেননি।