নির্বাচনে আওয়ামী লীগের ৬প্রার্থী বিজয়ী, বিএনপিতে একটিও নেই
প্রকাশিত হয়েছে : ১:০৬:৫৭,অপরাহ্ন ০৫ জুন ২০১৬ | সংবাদটি ৬১৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: শনিবার জকিগঞ্জের ৯ইউপিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬ ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হলেও বিএনপি একটি ইউপিতে পাশ করতে পারেনি। আওয়ামী লীগের বিজয়ীরা হলেন, বিরশ্রীতে মো: ইউনুস আলী, কাজলসারে জুলকারনাইন লস্কর, খলাছড়ায় কবির আহমদ, জকিগঞ্জে মো: খলিলুর রহমান, বারঠাকুরীতে মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুরে আব্দুর রাজ্জাক রিয়াজ। বিএনপি ৭ ইউপিতে তাদের প্রার্থী দিয়েছিল। কিন্তু একটিতেও তাদের প্রার্থী নির্বাচিত হতে পারেনি।দেশের বৃহত্তম ও জনপ্রিয় একটি দল বিএনপি। সে দলের প্রার্থীরা সকলেই পরাজিত হবেন সেটা মেনে নিতে পারছেন না ত্যাগী নেতা-কর্মীরা। কেউ কেউ মনে করেন, দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে প্রকাশ্যে ও গোপনে অনেক নেতা-কর্র্মী ছিলেন। সব মিলিয়ে দলের মধ্যে চরম হতাশা বিরাজ করছে এমনটাই জানান নেতা-কর্মীরা।