এইচটিএ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১শ দরিদ্রকে ১শ বস্তা চাল ও ২০হাজার টাকা বিতরণ
প্রকাশিত হয়েছে : ৪:৪২:১১,অপরাহ্ন ০৮ জুন ২০১৬ | সংবাদটি ৫৩৬ বার পঠিত
১শ দরিদ্রকে ১শ বস্তা চাল ও নগদ ১লক্ষ টাকা বিতরণ করলো এইচটিএ সেবা ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারও এইচটিএ সেবা ফাউন্ডেশন জকিগঞ্জের ১শ দরিদ্র মানুষের মধ্যে ১শ বস্তা চাল ও নগদ ১লক্ষ টাকা বিতরণ করেছে।প্রতিজন ব্যক্তিকে ১বস্তা চাল দিয়ে ব্যতিক্রমী উদ্যোগ এবারও নিয়েছে তারা। সোমবার বেলা আড়াইটার দিকে পৌরশহরের পুরাতন জনতা ব্যাংক কার্যালয়ের সম্মুখে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরশ্রী ইউপি চেয়ারম্যান মো: ইউনুস আলী, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, এইচটিএ সেবা ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ডা. মো: ইউনুস আলী, কোষাধ্যক্ষ আহমেদ নাসির, সংগঠক মো: রুহুল ও মো: শাফি প্রমূখ।
এইচটিএ সেবা ফাউন্ডেশন বিগত দু’দশক থেকে আর্থ মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। প্রতি বছর চাল, বিভিন্ন সামগ্রী ও নগদ টাকা বিতরণের পাশাপাশি কর্মহীন মানুষের জন্য রিকসা, টেলা, সেলাই মেশিন এবং অন্যান্য বাহন প্রদান করে দরিদ্রদের স্বাবলম্বী করতে প্রাণান্তকর চেষ্টা অব্যাহত রেখেছে। ইতোমধ্যে অনেককে বসত ঘর তৈরি করে দেওয়া হয়েছে। বক্তারা এইচটিএ সেবা ফাউন্ডেশনের প্রবক্তা, ইংল্যান্ড প্রবাসী আশিক আহমদের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।
আশিক আহমদ জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, বন্যা, ঝড়-তুফানে ক্ষতিগ্রস্থ, অসুস্থ, কর্মক্ষম দরিদ্র মানুষের মধ্যে নগদ টাকাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। শুধু আমার এলাকা জকিগঞ্জ নয়, দেশের বিভিন্ন প্রান্থে অবস্থিত দরিদ্র মানুষকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। তাৎক্ষণিকভাবে জকিগঞ্জের ১শ জন দরিদ্র প্রত্যেককে ৫০কেজির ১বস্তা চাল দেওয়া হয়েছে। পাশাপাশি রমযানের সামগ্রী কেনার জন্য নগদ কিছু টাকাও দেওয়া হয়েছে। যাতে মানুষ এসব খাবার দিয়ে পুরো রমযান মাস সুখে-শান্তিতে পাড়ি দিতে পারে।
তিনি আমৃত্যু মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।