নিরীহকে হয়রানী নয়, তবে অপরাধীকে ছাড় দেওয়া যাবে না, মাসুক উদ্দিন আহমদ
প্রকাশিত হয়েছে : ৩:১৯:২৫,অপরাহ্ন ১৩ জুন ২০১৬ | সংবাদটি ৬৮৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আজ সোমবার দুপুরে জঙ্গি বিরোধী সচেতনতামূলক সভা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুর রহমান খান। ওসি (তদন্ত) শওকত হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি বক্তব্যে বলেন, জকিগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। দেশের অন্যান্য উপজেলার চাইতে আইন শৃংখলা পরিস্থিতি খুব ভালো। সেই জকিগঞ্জের আইন শৃংখলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন নিরীহ মানুষকে হয়রানী নয়, তবে অপরাধীকে ছাড় দেওয়া যাবে না।
প্রধান বক্তার বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, মেয়র হাজী খলিল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, ইউপি চেয়ারম্যান কবির আহমদসহ নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যা-সদস্যগণ।