শাবিতে জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন’র নবীন বরণ ও ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ৪:০৩:৩৭,অপরাহ্ন ১৩ জুন ২০১৬ | সংবাদটি ৮৯৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে জকিগঞ্জ স্টুডেন্ট অর্গানাইজেশন’র উদ্যোগে নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আহসান হাবীব মারুফের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রাকিব আহমদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক স্বপন আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক তানভির আল হাসান। প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
বক্তব্য দেন বিশিষ্ট কবি অধ্যক্ষ কালাম আজাদ, এমসি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল আহমদ, শাবি’র সহকারি প্রকৌশলী আব্দুল করিম, সহকারি রেজিস্টার ফয়ছল আহমদ, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জালাল আহমদ, শাবি’র প্রাক্তন শিক্ষার্থী কয়েছ আহমদ, গুলজার আহমদ, হুসাইন আহমদ। নবাগত শিক্ষার্থী তরিকুল ইসলাম প্রমূখ। শুক্রবার শাবি’র মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবাগত নবীন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।