মাতারগ্রামে ডাকাতদের হানা
প্রকাশিত হয়েছে : ৪:২২:২৪,অপরাহ্ন ১৪ জুন ২০১৬ | সংবাদটি ৭৯৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের মুজিবুর রহমানের বাড়িতে সোমবার দিবারাত অনুমান দেড়টার দিকে ডাকাতরা হানা দেয়। দেশীয় অস্ত্রসহ ১০-১২জনের ডাকাতদল সিটকারি ভেঙ্গে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে বাড়ির মালিক মুজিবুর রহমানকে মারধর করে। পুরো ঘর তছনছ করে তেমন কিছুই পায়নি। পাশের বাড়ির হারুনুর রশীদ মৃদু চিৎকার শুনে এগিয়ে এলে তাকেও মারধর করে বেধে ফেলে। গ্রামবাসীর সাড়া পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে গ্রামবাসী মিলে ডাকাতদের খুজতে থাকেন। বিষয়টি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মো: মোস্তুফা উদ্দিন ও রুহুল আমিন।