জকিগঞ্জ বাজারে নূরজাহান সাজ এন্ড কসমেটিকস’র উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৩:৩৮:১৩,অপরাহ্ন ১৭ জুন ২০১৬ | সংবাদটি ১০৮১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ বাজারস্থ কলেজ রোডে অবস্থিত নূরজাহান সাজ এন্ড কসমেটিকস ও গিফট দোকানের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোদন করেন বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, পরিচালক এনামুল হক মুন্না, রাজনীতিক ফারুক আহমদ, ডা. আব্দুল মানিক, প্রভাষক মাওলানা ফারুক আহমদ, ব্যবসায়ী ও সংগঠক আব্দুস শাকুর, আব্দুল বাতিন শামীম, আবুল কালাম, মাসুক আহমদ, ইসলাম উদ্দিন, মো: শাফি ও দোকানের মালিক জাহিদ আহমদ জাহেদ প্রমূখ। বৃহস্পতিবার দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা মুশাহীদ আহমদ কামালী।
জাহিদ আহমদ জাহেদ জানান, দোকানে দেশী-বিদেশী পণ্য সামগ্রী সূলভ মূল্যে পাওয়া যাবে। এছাড়া বিয়ের সাজসহ নিত্য নতুন ডিজাইনের মালামাল কিনে ক্রেতারা সুবিধা পাবেন।