ক্রীড়া সংগঠক বাবর চৌধুরীর অকাল প্রয়াণ; শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১:৫২:০৪,অপরাহ্ন ২৫ জুন ২০১৬ | সংবাদটি ১২৩৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও তরুণ সমাজসেবক, সদ্য অনুষ্ঠিত মানিকপুর ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতাকারি মো: শহিদুল ইসলাম চৌধুরী বাবর ইন্তেকাল করেছেন। তিনি জকিগঞ্জের খলাদাপনিয়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র। শুক্রবার রাত ১০টার কিছু পরে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী……রাজিয়ুন। শনিবার বেলা আড়াইটায় ইছামতি কামিল মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হবে।
৫ভাই ও ২বোনের মধ্যে তিনি ছিলেন ৫ম। তার অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, গত প্রায় ৩মাস আগে চানপুর গ্রামের ফাহিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের প্রাক্ষালে হবু বধুকে অসুস্থতার কথা জানালেও তাকে (বাবর) ছাড়া কিছুই চান না বলে স্পষ্ট জানিয়েছিলেন ফাহিমা।ইন্তেকালের আগ পর্যন্ত স্বামীর সর্বোচ্চ সেবা-শুশ্রুষা দিয়েছেন ফাহিমা। গভীর কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন স্বামীর স্বজন ও শুভাখাংকীরা।
মরহুমের চাচাতো ভাই সারোয়ার হোসেন চৌধুরী রাজা জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফুটবল, ক্রিকেটসহ প্রায় সকল খেলাতে পারদর্শী ছিলেন বাবর। বিয়ের মাত্র ৪মাস হয়েছে। তখন কিছুটা অসুস্থ ছিলেন বাবর। এভাবে না ফেরার দেশে চলে যাওয়াতে ভীষণ শোকাহত এলাকার মানুষ।
এদিকে শহিদুল ইসলাম বাবরের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মো: রায়হান, কালিগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি মনুর উদ্দিন চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক আব্দুল মালেক ও জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না প্রমূখ।