জকিগঞ্জে প্রমিক-প্রেমিকার বিয়ে
প্রকাশিত হয়েছে : ৮:০০:০৪,অপরাহ্ন ২৫ জুন ২০১৬ | সংবাদটি ১০৮৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্ধিতাকারি, নিয়াগুলা গ্রামের তারেক আহমদ ও প্রেমিকা একই গ্রামের শারমিন বেগমের সাথে বিবাহ দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দিবারাত ১০টার দিকে কনের বাড়িতে বিয়ে রেজিস্টার (কাজী) ও স্থানীয় মুরব্বীদের উপস্থিতিতে এ বিয়ে পড়নো হয়। বিষয়টি জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর ও স্থানীয় ওয়ার্ড সদস্য ইসলাম উদ্দিন। জানা গেছে, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মন দেওয়া-নেওয়া চলছিল। সেদিন রাতে প্রেমিকার বাড়িতে আটকে রেখে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। পরে কাজী ডেকে ৩লক্ষ টাকা সাব্যস্ত করে বিয়ে দেওয়া হয় তাদের।