ভূলডোজার গুড়িয়ে দিল শরীফগঞ্জ বাজারের ১৭দোকান
প্রকাশিত হয়েছে : ২:৩৮:২৫,অপরাহ্ন ৩০ জুন ২০১৬ | সংবাদটি ৬৩৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ভূলডোজার দিয়ে গুড়িয়ে দিল জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারের ১৭টি দোকান। র্যা ব-পুলিশের উপস্থিতিতে বুধবার দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেওয়া জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: সওকত হোসেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দীর্ঘদিন ধরে দোকান নির্মাণ করে ব্যবসা করছিলেন স্থানীয়রা। অবশেষে ভূলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ১৭টি দোকান। তবে স্থানীয় ব্যবসায়ী মো: শরীফ জানিয়েছেন অন্তত ২০টি দোকান ভেঙ্গে দেওয়া হয়েছে।