দুই’শ দরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছে বিরশ্রী সমাজ কল্যাণ সংস্থা
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:২১,অপরাহ্ন ৩০ জুন ২০১৬ | সংবাদটি ৫০৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: দুই’শ অতিদরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছে জকিগঞ্জের বিরশ্রী সমাজ কল্যাণ সংস্থা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় ইউপি প্রাঙ্গনে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান (সাবেক) মো: আব্দুস ছাত্তার, বর্তমান চেয়ারম্যান মো: ইউনুস আলী, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সহকারি সচিব শুভ্রকান্তি দাস চন্দন, জকিগঞ্জ নিউজ সম্পাদক আল মামুন, জকিগঞ্জ বার্তা সম্পাদক ও প্রেসক্লাব কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, সংগঠক জামাল আহমদ, বরকতপুর দাখিল মাদ্রাসার সুপার মা্ওলানা খলিলুর রহমান চৌধুরী, প্রবাসী সুলতান আহমদ, সোনাপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা কুতবুল আলম, সংস্থার অফিস ইনচার্জ ফয়ছল আহমদ, শিক্ষক আব্দুল আহাদ, ইউপি সদস্য সেমন আহমদ, ইউপি সদস্য আব্দুল আহাদ। বক্তারা বলেন প্রবাসীরা দেশের সব চেয়ে বড় সম্পদ। প্রবাসীদের রেমিটেন্সে দেশের অগ্রগতি হচ্ছে। তাদের কষ্টার্জিত পারিশ্রমিকের একটি অংশ দরিদ্রদের মধ্যে বিতরণ করে মানবতার কল্যাণে এগিয়ে এসেছেন। তারা উদার ও মহৎ বলেই এমন ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। বিরশ্রী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি, স্পেন প্রবাসী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী সুজন চৌধুরী, অর্থ সম্পাদক কামাল আহমদসহ প্রবাসে বসবাসরতদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বক্তারা।
দরিদ্ররা ঈদ সামগ্রী পেয়ে ভীষণ খুশি। তারা বললেন যারা আমাদের মধ্যে চাল, ময়দা, তেল, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, তাদেরকে আল্লাহ যেনো দীর্ঘজীবন দান করেন। প্রবাসে থাকলেও তারা আমাদের ভূলে যাননি। বেশি করে টাকা উপার্জন করতে পারেন, সে কামনা করে আমাদের বার বার সহযোগিতা দিতে পারেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন খাদ্য সামগ্রী গ্রহণকারিরা।