পবিত্র শবেক্বদর পালিত
প্রকাশিত হয়েছে : ৮:২৫:৫২,অপরাহ্ন ০৩ জুলাই ২০১৬ | সংবাদটি ৮৩৯ বার পঠিত
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম মহিমান্বিত রাত পবিত্র শবেকদর। শনিবার দিবাগত রাত জেগে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির-আজকার ও নফল নামাজের মধ্য দিয়ে মসজিদে মসজিদে রাত কাটান মুসল্লিরা। অনেকে শেষ রাতে কবরস্থানে গিয়ে মৃত মা-বাবা ও আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করে তাদের আত্মার শান্তির জন্য দোয়া করেছেন।
শবেকদর মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই রাতের ইবাদত হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম। এ রাতেই মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন নাজিল হয় এবং এ রাতকে কেন্দ্র করে কোরআন শরিফে ‘আল-কদর’ নামে একটি সূরা অবতীর্ণ করা হয়। তাই শবেকদরের রাতটি মুসলমান সম্প্রদায় মহান আল্লাহপাকের কাছে ক্ষমা প্রার্থনা ও পুণ্যলাভের আশায় ইবাদত করেন তারা।
এ উপলক্ষে জকিগঞ্জ জামে মসজিদসহ উপজেলার সকল মসজিদ গুলোতে শনিবার ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত হয়। দীর্ঘ ২৬দিন পর তারাবীহ নামাজে খতমে ক্বোরআনের সমাপ্তি হয়। তারাবীহে ইমামতি করেন হাফেজ জাহেদ আহমদ। গভীর রাতে মুসল্লিরা জিকির-আজকার করেন। পরে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মার ঐক্য ও সংহতি কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান।