সৌদিতে ঈদ বুধবার; বাংলাদেশে বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ৪:৫১:০৬,অপরাহ্ন ০৫ জুলাই ২০১৬ | সংবাদটি ১১৮৪ বার পঠিত
সৌদি আরবের আকাশে সোমবার ঈদের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবকয়টি দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। তবে তা চাঁদ দেখার উপর নির্ভর করবে।
আগের দেয়া ঘোষণা অনুসারে সৌদিতে সন্ধ্যায় বৈঠকে বসে শাওয়াল মাসের চাঁদ দেখার কমিটি।
চাঁদ না দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবকয়টি দেশে এবার ৩০ রোজা হবে। বাংলাদেশেও তাই হওয়ার সম্ভাবনা রয়েছে।


