উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে ঈদ পূণর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১:৪২:০২,অপরাহ্ন ০৯ জুলাই ২০১৬ | সংবাদটি ৯৮৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরীর বাড়িতে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন প্রায় শতাধিক নেতা-কর্মীকে দুপুরের খাবার খাওয়ান। পরে বাড়ির আঙ্গিনায় শুরু হয় সভা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দরের পরিচালনায় বক্তব্য দেন পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো: খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সামছ উদ্দিন, ইউপি চেয়ারম্যান (সদ্য সাবেক) আবু জাফর মো: রায়হান, আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক মালই মিয়া, এম এ জি বাবর, নাসিম আহমদ, কাউন্সিলর নজরুল ইসলাম, আছদ্দর আলী, ফারুক আহমদ, নজমুল ইসলাম প্রমূখ।