জকিগঞ্জ-সিলেট সড়কে অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি; প্রতিবাদে সভা
প্রকাশিত হয়েছে : ১২:১৫:৪৯,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০২১ | সংবাদটি ৩০৯ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ-সিলেট সড়কে অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এম.এ হক চত্ত্বরে জকিগঞ্জ যাত্রীকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ যাত্রীকল্যাণ ঐক্য পরিষদের আহ্বায়ক মাওলানা কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সদস্য সচিব মাও. খায়রুল ইসলাম মুন্সীর সঞ্চালনায় এবং ছাত্র মজলিসের সভাপতি ওমর হোসাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তারা অনতিবিলম্বে অযৌক্তিক ভাড়া আদায় বন্ধ ও যাত্রী হয়রানির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। পাশাপাশি আগামী ৭২ ঘন্টার মধ্যে জকিগঞ্জ বাসীর সাথে আলোচনা সাপেক্ষে ন্যায্য ভাড়া নির্ধারণ না করলে পরিষদের পক্ষ থেকে পরিষদের সদস্য সচিব এম আজমল হোসেন আগামী ২৯ তারিখ সোমবার বাবুর বাজার বিকাল ৪ টায় প্রতিবাদ সভা, ৩০ তারিখ মঙ্গলবার আটগ্রাম স্টেশনে বিকাল ৪ টায় প্রতিবাদ সভা, ১ তারিখ বুধবার বিকাল ৪ টায় কালিগঞ্জ বাজারে প্রতিবাদ সভা, ২ তারিখ বৃহস্পতিবার শাহগলি বাজারে প্রতিবাদ সভা ঘোষনা করেন এবং জকিগঞ্জ বাসীর অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।
সিলেট জেলা সদরে অবস্থানরত জকিগঞ্জের রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে পরবর্তীতে সবার মতামতের ভিত্তিতে বৃহত্তর কঠোর আন্দোলনের কর্মসূচীর ঘোষণা করা হবে বলে বক্তারা তাদের বক্তব্যে হুশিয়ারী দেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা মাও. মখলিছুর রহমান, সাংবাদিক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ জি বাবর, পরিষদের সদস্য সচিব এম আজমল হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গণি, জকিগঞ্জ যাত্রীকল্যাণ ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক বুরহান উদ্দীন মুক্তা, মাওলানা আলাউদ্দীন তাপাদার, মাওলানা কে এম মামুন, হাসান আহমদ, আব্দুল কুদ্দুস, আব্দুল কাইয়ুম, নজরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মাছুম আহমদ, মো আল আমিন, পরিষদের সদস্য আল-ইসলাহ নেতা মাওলানা জুবায়ের আহমদ, এহসান মোঃ শামীম,আব্দুস সাত্তার, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুকিত, যুবনেতা ময়নুল হক, সোহায়েল আহমদ, ছাত্রনেতা আবু সায়িদ আশিক, মাজেদ আহমদ, আজমল হোসেন ও রেজাউল ইসলাম রাজু প্রমুখ।