- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- আল্লামা বালাউটী ছাহেব রহ. এর ঈসালে সাওয়াব মাহফিল রোববার
আল্লামা বালাউটী ছাহেব রহ. এর ঈসালে সাওয়াব মাহফিল রোববার
প্রকাশিত হয়েছে : ৭:৫৪:৩৩,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ২০১ বার পঠিত

আল্লামা বালাউটী ছাহেব রহ. এর ঈসালে সাওয়াব মাহফিল রোববার
শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.’র অন্যতম খলিফা শাহ-সূফী প্রিন্সিপাল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটী ছাহেব রহ.’র ঈসালে সাওয়াব মাহফিল আগামীকাল ২৫ ডিসেম্বর রোজ রবিবার। এ উপলক্ষ্যে বালাউট ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে বিশাল প্যান্ডেল ও সু-দৃশ্য মঞ্চ তৈরি করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গাড়ী, মোটরসাইকেল সহ সকল প্রকার যানবাহনের জন্য রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। আগত মেহমানদের খাবারের জন্য প্রতিবারের মতো করা হয়েছে বিশাল আয়োজন। সার্বিক শৃঙখলার জন্য প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবক টিম। রতনগঞ্জ বাজারে প্রবেশ সম্মুখে রয়েছে আগত মেহমানবৃন্দ কে স্বাগত জানিয়ে স্বাগতম গেইট। প্রতিবারের ন্যায় হাজার হাজারো ধর্মপ্রাণ মুসল্লীর উপস্থিতিতি হবেন বলে আশা প্রকাশ করেছেন বালাউট ছাহেব বাড়ি ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদ। সকাল ১০টায় আল্লামা বালাউটী ছাহেব রহ.’র মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে দিনের কার্যক্রম। এরপর বিভিন্ন কার্যক্রমে রয়েছে খতমে কোরআন, খতমে বুখারী, খতমে খাজেগান, যিকির, মিলাদ মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা উবায়দুর রহমান বালাউটী। উক্ত মাহফিলে তাশরিফ আনবেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.’র ছাহেব জাদাগণ সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃৃবৃন্দ।
মাহফিলকে সফল ও স্বার্থক করে তুলতে বালাউট ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতা ও আল্লামা বালাউটী ছাহেব রহ.’র সকল মুরিদিন ও মুহিব্বিনদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করছেন বাস্তবায়ন কমিটির পক্ষে বালাউটি ছাহেবজাদা মাওলানা ডা.শাহ মোহাম্মদ ছাফিউর রহমান ।