সিলেটে সিড়িঁ থেকে পড়ে জকিগঞ্জের রাজমিস্ত্রী শিব্বিরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২:২৬:৫২,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ৪৫৫ বার পঠিত
সিলেটে সিড়িঁ থেকে পড়ে জকিগঞ্জের রাজমিস্ত্রী শিব্বিরের মৃত্য
সিলেট নগরের টিলাগড় এলাকায় কাজের সময় বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিক সিড়িঁ থেকে পড়ে আহত হন জকিগঞ্জের মামরখানী এলাকার শিব্বির আহমদ। এ বিষয়ে নিহতের ভাই আতিক জানান সিড়িঁ থেকে
পড়ে আহত হওয়ার পর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা শেষে তাঁকে বাসায় নিয়ে আসা হয়। শুক্রবার শিব্বির মারা যান। শনিবার বেলা সোয়া দুইটার সময় স্থানীয়
আব্দুল গফফার রহ. একাডেমী প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এদিকে একজন ভালো মানুষ শিব্বিরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।