উপজেলা চেয়ারম্যানের মালিকানাধীন ‘রেইনবো সুপার শপ’র লটারির ড্র সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০:২১:৫৯,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১৩৯৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌরশহরে অবস্থিত উপজেলা চেয়ারম্যানের মালিকানাধীন রেইনবো সুপার শপের লটারি ড্র সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ড্র অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রেইনবো সুপার শপের মালিক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, পৌরসভার নব-নির্বাচিত মেয়র হাজী মো: খলিল উদ্দিন, কাজলসার ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুর, বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, লন্ডন প্রবাসী ও ক্রীড়া সংগঠক ফারুক আহমদ, প্রেসক্লাব সেক্রেটারি আবুল খায়ের চৌধুরী, সহ-সভাপতি আল মামুন, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, সাংবাদিক কে এম মামুন, আবু বক্কর মো: ফয়ছল, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি আব্দুশ শহিদ তাপাদার, আমলসীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, মেডিকেল রিপ্রেজেন্টিভ শাহাদাৎ হোসেন প্রমূখ।
রেইনবো সুপার শপের পরিচালক হিফজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ডা. জালাল উদ্দিন, রেইনবো’র পরিচালক মুকুল আহমদ, সংবাদপত্র এজেন্ট মো: শাফি, ফয়ছল আহমদ, রুহেল আহমদ, আব্দুল বাছিত। প্রায় ১৩শ টিকিটের মধ্যে লটারীতে প্রথম পুরস্কার পেয়েছেন পূবালী ব্যাংক জকিগঞ্জ শাখার সাবেক ম্যানেজার সুরেন্দ্র বিশ্বাস, দ্বিতীয় পুরস্কার আমলসীদ গ্রামের দিলারা বেগম ও তৃতীয় পুরস্কার বারঠাকুরী গ্রামের সাজু হাসান।ফ্রিজ, ২১ইঞ্চি রঙ্গিন টিভি, সেলাই মেশিন ছাড়াও মোট ২৩টি পুরস্কার প্রদান করা হয়েছে।